সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কবজি কেটে ফেরত কিশোরকে

বাকি ৪ রোহিঙ্গার মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি

কবজি কেটে ফেরত কিশোরকে

টেকনাফের আলীখালী ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা কিশোর জাহাঙ্গীর আলমের (১৬) বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে ফেরত পাঠিয়েছে অপহরণকারীরা। জিম্মি থাকা অপর চারজনের মুক্তির জন্য চাওয়া হয়েছে ২০ লাখ টাকা মুক্তিপণ। জাহাঙ্গীর আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীস্থ ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সামসু আলমের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে আলীখালী ক্যাম্প থেকে অপহৃত পাঁচ রোহিঙ্গার একজন জাহাঙ্গীর আলম। অপহৃত অপর চারজন হলেন- একই ক্যাম্পের নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আবদুুর রহমানের ছেলে আবদুুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)। ওই ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) নুরুল আমিন জানান, শুক্রবার রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ের ভিতরে নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় ক্যাম্পের কাঁটাতারের পাশের পাহাড়ের পাদদেশে জাহাঙ্গীর আলমের একটি হাত কেটে বিচ্ছিন্ন করে সেই হাতসহ তাকে ফেলে রাখে। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নুরুল আমিন আরও জানান, চক্রটি অপহৃত অপর চারজনের পরিবারের কাছে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবি করছে। না দিলে তাদের হত্যার হুমকি দিচ্ছে। টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানান, ক্যাম্পে দায়িত্ব পালনকারী এপিবিএন সদস্য ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃত রোহিঙ্গাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘আলীখালী ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গাকে অপহরণ ঘটনাটি জানার পর উদ্ধারের তৎপরতা চলছে। তাদের মধ্যে একজনকে হাত কেটে ফেরত পাঠানো হয়েছে বলে শুনেছি।’ প্রসঙ্গত, টেকনাফের পাহাড় এখন অপহরণকারীদের ভয়ংকর আস্তানায় পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানান। এ অবস্থায় গত আট মাসে টেকনাফে ৬৫ ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর