এক, দুটি নয়। টানা ৬ ম্যাচে হার। বাংলদেশের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বাজে পারফরম্যান্স আর নেই। যদিও ২০০৩ সালের বিশ্বকাপে কোনো ম্যাচ জেতেনি। তারপরও টানা ছয় ম্যাচ হারেনি। চলতি বিশ্বকাপে টানা ছয় হারে টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে। আত্মবিশ্বাসহীন টাইগার ক্রিকেটাররা গতকাল ভারতের রাজধানী দিল্লি এসে পৌঁছায়। ৬ নভেম্বর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে। এক জয় ও টানা ছয় হারে বিশ্বকাপের সেমিফাইনাল রেস থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। সাকিব বাহিনী দিল্লিতে উঠেছে লা মেরিডিয়ান হোটেলে। পরিচিত ইডেনে সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদদের পারফরম্যান্স ছিল অপরিচিত, যাচ্ছেতাই। আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডসকে ২২৯
রানে অলআউট করেও হেরে যায় ৮৭ রানে। এবারের বিশ্বকাপে নিজেদের সবচেয়ে কম ১৪২ রানে অলআউট হয় টাইগাররা। ছন্দহীন পাকিস্তান ম্যাচে আত্মবিশ্বাসহীন মনে হয়েছে ক্রিকেটারদের। অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ রান করলেও তার ক্যারিয়ারে এত স্ট্রাগল করতে দেখা যায়নি কখনো। এবারের বিশ্বকাপ শর্ট বলে তাকে নার্ভাস মনে হয়েছে। পাকিস্তান ম্যাচে হারিস রউফের শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দেন। লিটন দাস ৪৫ রান করলেও ইনিংসকে লম্বা করতে পারেননি। তবে বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করছেন মাহমুদুলাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলেন ১১১ রানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ৫৬, নেদারল্যান্ডস ম্যাচে ২০, ভারত ৪৬ ও নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিমও ভালো খেলছেন। আত্মবিশ্বাস হারানো ক্রিকেটারদের পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন কাজ। শ্রীলঙ্কাও ছিটকে পড়ার রাস্তায় উঠে এসেছে। ৬ ম্যাচে দলটির জয় দুটি, হার পাঁচটি। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু ৬ ম্যাচে ৪ জয় পাওয়া অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুটি জয় শতভাগ দরকার টাইগারদের।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
ছন্দহীন সাকিবরা দিল্লিতে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর