এক, দুটি নয়। টানা ৬ ম্যাচে হার। বাংলদেশের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বাজে পারফরম্যান্স আর নেই। যদিও ২০০৩ সালের বিশ্বকাপে কোনো ম্যাচ জেতেনি। তারপরও টানা ছয় ম্যাচ হারেনি। চলতি বিশ্বকাপে টানা ছয় হারে টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে। আত্মবিশ্বাসহীন টাইগার ক্রিকেটাররা গতকাল ভারতের রাজধানী দিল্লি এসে পৌঁছায়। ৬ নভেম্বর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে। এক জয় ও টানা ছয় হারে বিশ্বকাপের সেমিফাইনাল রেস থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। সাকিব বাহিনী দিল্লিতে উঠেছে লা মেরিডিয়ান হোটেলে। পরিচিত ইডেনে সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদদের পারফরম্যান্স ছিল অপরিচিত, যাচ্ছেতাই। আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডসকে ২২৯
রানে অলআউট করেও হেরে যায় ৮৭ রানে। এবারের বিশ্বকাপে নিজেদের সবচেয়ে কম ১৪২ রানে অলআউট হয় টাইগাররা। ছন্দহীন পাকিস্তান ম্যাচে আত্মবিশ্বাসহীন মনে হয়েছে ক্রিকেটারদের। অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ রান করলেও তার ক্যারিয়ারে এত স্ট্রাগল করতে দেখা যায়নি কখনো। এবারের বিশ্বকাপ শর্ট বলে তাকে নার্ভাস মনে হয়েছে। পাকিস্তান ম্যাচে হারিস রউফের শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দেন। লিটন দাস ৪৫ রান করলেও ইনিংসকে লম্বা করতে পারেননি। তবে বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করছেন মাহমুদুলাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলেন ১১১ রানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ৫৬, নেদারল্যান্ডস ম্যাচে ২০, ভারত ৪৬ ও নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিমও ভালো খেলছেন। আত্মবিশ্বাস হারানো ক্রিকেটারদের পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন কাজ। শ্রীলঙ্কাও ছিটকে পড়ার রাস্তায় উঠে এসেছে। ৬ ম্যাচে দলটির জয় দুটি, হার পাঁচটি। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু ৬ ম্যাচে ৪ জয় পাওয়া অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুটি জয় শতভাগ দরকার টাইগারদের।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
ছন্দহীন সাকিবরা দিল্লিতে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর