এক, দুটি নয়। টানা ৬ ম্যাচে হার। বাংলদেশের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বাজে পারফরম্যান্স আর নেই। যদিও ২০০৩ সালের বিশ্বকাপে কোনো ম্যাচ জেতেনি। তারপরও টানা ছয় ম্যাচ হারেনি। চলতি বিশ্বকাপে টানা ছয় হারে টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে। আত্মবিশ্বাসহীন টাইগার ক্রিকেটাররা গতকাল ভারতের রাজধানী দিল্লি এসে পৌঁছায়। ৬ নভেম্বর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে। এক জয় ও টানা ছয় হারে বিশ্বকাপের সেমিফাইনাল রেস থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। সাকিব বাহিনী দিল্লিতে উঠেছে লা মেরিডিয়ান হোটেলে। পরিচিত ইডেনে সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদদের পারফরম্যান্স ছিল অপরিচিত, যাচ্ছেতাই। আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডসকে ২২৯ রানে অলআউট করেও হেরে যায় ৮৭ রানে। এবারের বিশ্বকাপে নিজেদের সবচেয়ে কম ১৪২ রানে অলআউট হয় টাইগাররা। ছন্দহীন পাকিস্তান ম্যাচে আত্মবিশ্বাসহীন মনে হয়েছে ক্রিকেটারদের। অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ রান করলেও তার ক্যারিয়ারে এত স্ট্রাগল করতে দেখা যায়নি কখনো। এবারের বিশ্বকাপ শর্ট বলে তাকে নার্ভাস মনে হয়েছে। পাকিস্তান ম্যাচে হারিস রউফের শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দেন। লিটন দাস ৪৫ রান করলেও ইনিংসকে লম্বা করতে পারেননি। তবে বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করছেন মাহমুদুলাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলেন ১১১ রানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ৫৬, নেদারল্যান্ডস ম্যাচে ২০, ভারত ৪৬ ও নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিমও ভালো খেলছেন। আত্মবিশ্বাস হারানো ক্রিকেটারদের পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন কাজ। শ্রীলঙ্কাও ছিটকে পড়ার রাস্তায় উঠে এসেছে। ৬ ম্যাচে দলটির জয় দুটি, হার পাঁচটি। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু ৬ ম্যাচে ৪ জয় পাওয়া অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুটি জয় শতভাগ দরকার টাইগারদের।
শিরোনাম
- বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
ছন্দহীন সাকিবরা দিল্লিতে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর