‘সাগর-রুনি হত্যা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশকে ৫০ বছর সময় দিতে হবে’ এমন বক্তব্য সম্পর্কে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এটা বিতর্কের কোনো বিষয় নয়। তিনি বলেন- ‘আমার কষ্ট হয় এই কারণে, আপনাদের (সাংবাদিকদের) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদের ধৃত করার জন্য সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে। কিন্তু যারা এই অপরাধ করেছে তাদের ধরার জন্য যত সময় লাগুক তাদের আমরা ধরব। এই কথাকে আপনারা (সাংবাদিক) মনে করেছেন যে, ৫০ বছর লাগবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গতকাল সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসল অপরাধীকে ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে বলা হয়, যে অপরাধী নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এ কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন খেপে। আমি বুঝলাম না ভালো কথা বললেও আপনারা এ রকম খেপে যান কেন?’ মামলার তদন্ত ধীরগতির বিষয়ে প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এ রকম অনেক মামলা আছে। ৪২ বছর পর ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। আমেরিকায় কিছু দিন আগে ২৪ বছর পর একটি খুনের মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। আমার কথা হলো- পুলিশ চেষ্টা করছে। তদন্ত চলছে। সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক। আমি এ কারণেই বলেছি, যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে ততদিন পর্যন্ত তদন্ত চলবে। এর আগে ঢাকা থেকে আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল সকাল সোয়া দশটায় আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। তিনি দুই দিনের সফরে নিজ নির্বাচনি এলাকায় আসেন। তিনি বিকালে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগদান করেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগদান করার কথা রয়েছে। প্রসঙ্গত, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন। মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমার তারিখ এ পর্যন্ত ১০৫ বার পিছিয়েছে। এখনো তদন্ত অব্যাহত আছে।
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর