রাতে ঢাকার পরিবেশ নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। সন্ধ্যা নামলেই বিভিন্ন এলাকা হয়ে ওঠে অনিরাপদ। বাড়ে অপরাধীদের আনাগোনা। চলে মাদক কেনাবেচা। মেগাসিটি রাজধানীর রাতের চিত্রকে ভয়ংকর বলছেন বাসিন্দারা। সরেজমিনে থেকে প্রতিবেদন করেছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদকরা
► ফুটপাতে মাদকের নারী ফেরিওয়ালা