দেশের কিছু জেলায় নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাশকতার আশঙ্কা কমে যাওয়ায় এবং জনজীবন স্বাভাবিক করে আনতে এসব জেলায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ মহানগরী ও নরসিংদী জেলায় কারফিউ শিথিল থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাতে এ তথ্য জানান। তিনি আরও জানান, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, কক্সবাজারে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত; ব্রাহ্মণবাড়িয়ায় দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও নোয়াখালীতে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সিলেট ও মৌলভীবাজারে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ভোলায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে কারফিউ শিথিল থাকবে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। আজ সরকারি ছুটি থাকায় ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চট্টগ্রাম ছাড়া সারা দেশে গার্মেন্টস বন্ধ থাকবে।