জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। তিনি বলেন, ‘১৫ বছর স্বৈরশাসনের পর আল্লাহ তায়ালা আমাদের একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই।’
গতকাল বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ হেফজুল মাদরাসা প্রাঙ্গণে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগরের আমির আলহাজ রফিকুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান প্রমুখ। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেন, গত সরকারের সময় যারা উচ্ছিষ্ট ছিল তারাই এখন গলা তুলে কথা বলার চেষ্টা করছে। কিন্তু ছাত্র-জনতা যেমন স্বৈরাচারকে তাড়াতে পেরেছে তারাই এই ভূতকে তাড়াতে পারবে ইনশাআল্লাহ। নওগাঁ প্রতিনিধি জানান, গতকাল বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী। নওগাঁ জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নওগাঁ জেলা পর্ব জামায়াতের আমির খ ম আবদুর রাকিব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নওগাঁ পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, নওগাঁ জেলা পূর্ব নায়েবে আমির অধ্যাপক মো. মহিউদ্দীন, জেলা পশ্চিম নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ স ম মামুন শাহীন প্রমুখ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের সঙ্গে গাদ্দারি, জুলুম, নির্যাতন, লুট, অপরাধ ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করলে কী হয় তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে আওয়ামী লীগ। এর থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।