৫ আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) যেভাবে সহায়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। সেনাপ্রধান এ সময় আরও বলেন, ৫ আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তিশৃঙ্খলায় এবং ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএফ) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সিএমপি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগদান করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
ঘাটাইলে ‘সেনানীড়’ উদ্বোধন : টাঙ্গাইল প্রতিনিধি জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল বিকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য ৫০০ ফ্ল্যাটবিশিষ্ট নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধন করেছেন। এই ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন। তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি ত্রিশাল সেনানিবাসে প্রস্তাবিত ‘অলিম্পিক ভিলেজ’ এর নির্মাণ সাইট পরিদর্শন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।