বাংলাদেশে ‘হিন্দু নিপীড়নের’ অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসসহ কয়েকটি সংগঠন। আগামী বুধবার (১০ ডিসেম্বর) তারা হাইকমিশন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের প্রাক্কালে এ ঘোষণা এল। ‘সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য, আগামীকাল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। সংশ্লিষ্টরা বলছেন, দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আরএসএসের। আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল গত শুক্রবার (৬ ডিসেম্বর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ১০ ডিসেম্বর নাগরিক সমাজের হাইকমিশন ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দেশটির ২০০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনে তারা স্মারকলিপি জমা দেবেন। এ ছাড়া স্মারকলিপি দেবেন জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও।
ভারতের কূটনীতিকরা বলছেন, হাইকমিশন ঘেরাও কর্মসূচি নিশ্চিতভাবেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরের ওপর প্রভাব ফেলবে। বিক্রম মিশ্রির ঢাকা সফরের প্রধান উদ্দেশ্য দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কাজেই ভারত চাইবে না এমন কিছু ঘটুক যা পরিস্থিতি ঘোলাটে করে তোলে। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।