লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীকে হারিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৪৯ রানের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার দেওয়া ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৫ রানে গুঁড়িয়ে যায় রাজশাহী। এর মধ্য দিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নেয় ঢাকা। এর আগের ছয়টিতেই হেরেছে দলটি। ২০১৩ সালে সিলেটের বিপক্ষে ১১৯ রানের রেকর্ড ছিল চিটাগংয়ের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে নেই লিটন কুমার দাসের নাম। কেন নেই? এই প্রশ্নের জবাব ছিল, আস্থা নেই। দল থেকে বাদ পড়াটা যেন
আগুন ধরিয়ে দিল লিটনকে। সেই আগুনে পুড়ল দুর্বার রাজশাহীর বোলাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ডগড়া সেঞ্চুরি করলেন লিটন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম বিপিএল সেঞ্চুরির মালিক বনে গেলেন। পাশাপাশি দলকেও এনে দিলেন রেকর্ড সংখ্যক রান। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ২০ ওভারে ১ উইকেট হারিয়ে করে ২৫৪ রান। বিপিএলে এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল রংপুর রাইডার্সের (২০১৯ সালে ৪ উইকেটে ২৩৯ রান)। লিটন মাত্র ৪৪ বলে ফিফটি ও ৪৪ বলে সেঞ্চুরিতে পৌঁছান। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন তিনি। ৪০ বলের সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ৪৪ বলে সেঞ্চুরি আছে ক্রিস গেইলেরও। লিটন খেলেন ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত ইনিংস। এদিন তানজিদ হাসানও খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস।
তিনি ৬৪ বলে করেন ১০৮ রান। ৬টি চার ছাড়াও তার ইনিংসে ছিল ৮টি ছক্কার মার। দুর্বার রাজশাহীর বোলারদের মধ্যে গতকাল সবচেয়ে খরুচে ছিলেন মেহেরব ও সাব্বির। দুজনেই ১৭ গড়ে রান দিয়েছেন। মেহেরব ২ ওভারে ৩৪, সাব্বির ১ ওভারে ১৭। ৪ ওভার বোলিং করে সবচেয়ে বেশি রান দিয়েছেন শফিউল ইসলাম (৬২ রান)। এ ছাড়া সোহাগ গাজী ৫৬ রান দেন। ঢাকা ক্যাপিটালস টানা ছয় ম্যাচ হেরেছে এবারের বিপিএলে। দলটার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেখান থেকেই গতকাল তারা ঘুরে দাঁড়ানোর গল্প লিখল।