ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাঁরা দীর্ঘ সময় অলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও স্থান পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। দ্রুত জাতীয় নির্বাচন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে বিএনপি। বিএনপি মনে করে- অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ বেশি দিন চলতে পারে না। তাই চলতি বছরই জাতীয় নির্বাচন চায় বিএনপি। তিনি জানান, বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে বিএনপি। অন্যদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখার ওপর চীনের পক্ষ থেকেও গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চীন বিএনপির ভাবনা জানতে চেয়েছে বলে জানা গেছে।