মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশনীতির ফলে আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব পড়তে চলছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো আগামী সপ্তাহের মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করে যেন তারই সূচনা করলেন।
আমেরিকা-মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। আমারিকার মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়ার বিষয়ে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশ আটকাতে এই সিদ্ধান্ত তিনি দ্রুত এটি কার্যকর করতে পারেন বলেই আভাস মিলেছিল।
এরপর হোয়াইট হাউসের তরফ থেকে আমেরিকা এবং মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়ার বিষয়ে মেক্সিকোতে জানিয়ে দেওয়া হয়। উভয় দেশ সেই ব্যায়ভার গ্রহণ করবে বলেও প্রস্তাব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে। এরপরেই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যুইটারে লেখেন, ‘মেক্সিকো যদি পাঁচিল তৈরির জন্য টাকা দিতে প্রস্তুত না থাকে তাহলে আগামী সপ্তাহে আমার সঙ্গে বৈঠক বাতিল করতে পারেন নিয়েটো।’
ঘণ্টাখানেকের মধ্যেই এর জবাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো। আগামী সপ্তাহের মঙ্গলবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের সিদ্ধান্ত ট্যুইট করে জানিয়ে দিয়েছেন তিনি। ট্যুইটারে নিয়েটো লিখেছেন, ‘আজ সকালেই আমরা হোয়াইট হাউসকে জানিয়ে দিয়েছি যে আগামি মঙ্গলবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি যাচ্ছি না।আমেরিকা এবং মেক্সিকো দুই দেশের উন্নতির জন্য একযোগে কাজ করতে মেক্সিকো প্রস্তুত।’
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৩