ভারতের মেঘালয়ে রাজ্যপালের বিরুদ্ধে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পরে কেন্দ্রের চাপে পদত্যাগ করেছেন রাজ্যপাল ভি সন্মুগনাথন। খবর আজকালের।
তরুণী অভিযোগ, তিনি রাজভবনের জনসংযোগ কর্মকর্তা পদে ইন্টাভিউয়ের জন্য গিয়েছিলেন। নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন রাজ্যপাল।
এ ঘটনার পর রাজভবনের কর্মীরাও দাঁড়িয়েছেন ওই তরুণীর পাশে। তাদেরও অভিযোগ, রাজভবনকে কলঙ্কিত করছেন রাজ্যপাল। রাজভবনকে নানা অসামাজিক কাজে তিনি ব্যবহার করছেন।
যদিও রাজ্যপাল এইসব অভযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, যারা ইন্টারভিউ দিতে এসেছিলেন, তারা তার নাতনির বয়সী। তাই পিঠে হাত দিয়েছিলেন। এর পেছনে অন্য কোন কারণ খোঁজা উচিত নয়। কিন্তু তার এই ব্যাখ্যায় সায় নেই রাজভবনের কর্মীদের। তারা অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে।
সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশেই পদত্যাগ করতে হয় সন্মুগনাথনকে। ১৯৬২ সাল থেকেই আর এস এসের সক্রিয় সদস্য এই সন্মুগনাথন। তার এই কাণ্ডেবেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব