জাপানে গত বছর প্রথমবারের মতো বিদেশি শ্রমিকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশে শ্রমিক সংকটের কারণে জাপান বিদেশি শ্রমিকদের মুখাপেক্ষী হচ্ছে। আজ শনিবার দেশটির সরকার এ তথ্য জানায়।
জাপানের সীমান্তগুলোতে কড়া পাহাড়া রয়েছে। দীর্ঘদিন ধরে অভিবাসীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানানো সত্ত্বেও টোকিও বিদেশি শ্রমিকদের জন্য তাদের কঠোর নীতিমালা সামান্যই শিথিল করেছে। তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই নীতিমালা পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিককে সামনে রেখে বিশেষত বিকাশমান নির্মাণ শিল্পে বিদেশি শ্রমিকদের চাহিদা ক্রমবর্ধমানহারে বেড়ে যাচ্ছে।
শ্রমকল্যাণ মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, অক্টোবরের শেষ নাগাদ জাপানে রেকর্ড সংখ্যক এক লাখ ৮৩ হাজার ৭৬৯ জন বিদেশি শ্রমিক কাজ করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি শ্রমিকদের মধ্যে চীনের নাগরিকরা শীর্ষে রয়েছে। এরপরের স্থানে রয়েছে ভিয়েতনাম (প্রায় এক লাখ ৭২ হাজার শ্রমিক) ও ফিলিপাইন (১ লাখ ২৮ হাজার শ্রমিক)।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম