একমাত্র উদ্দেশ্য রুপি কামানো। আর এই লক্ষ্য নিয়েই আসন্ন ভারতের উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করছেন গোপাল চৌধুরী। আগ্রা দক্ষিণ বিধানসভা আসন থেকে ভোটে দাঁড়ানো এই প্রার্থী নিজের মুখে যা দাবি করলেন এরপরেও তার ঝুলিতে যদি ভোট পড়ে তবে সেটা সত্যিই অবাক করে দেওয়ার মতো ঘটনা হতে পারে। তাছাড়া এই মন্তব্যের জন্য নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়েও পড়তে হতে পারে গোপালকে।
আগামী ১১ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট হবে আগ্রা বিধানসভা কেন্দ্রটিতে। তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে গোপাল চৌধুরী বলেন, ‘আমার কোন এজেন্ডা নেই। আমার শুধুমাত্র একটি ব্যক্তিগত এজেন্ডা আছে...আমি রুপি রোজগার করতে চাই এবং সেটা লগ্নি করতে চাই’।
নিজের মুখে রুপি রোজগারের এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রূপ নিয়েছে। যদিও গোপালের এই সততা নিয়ে অনেকেই তার প্রশংসা করেছেন।
গোপাল আরও জানান, আজকের দিনে রাজনীতিতে যেটা ঘটে...যারাই রাজনীতিতে প্রবেশ করেন তারাই রুপি কামান এবং বাড়ি ভর্তি করেন। আপনারা সমাজবাদী পার্টির মন্ত্রীদের দিকেই তাকিয়ে দেখুন, তারা কি করছে। আমিও ঠিক সেটাই করবো’।
কিন্তু নির্বাচন কি করে জিতবেন সে প্রশ্নের উত্তরে মোদির নাম না করে গোপাল জানান, ‘ভারতের মতো একটি বিশাল রাষ্ট্রের মানুষকে বোকা বানিয়ে যদি একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, এর অর্থ ওই ব্যক্তির কাছে মানুষকে বোকা বানানোর জন্য নিশ্চয় কোন ক্ষমতা রয়েছে। তাই আমি পারবো না কেন? আমিও সাধারণ মানুষকে বোকা বানাবো। আর সেটা করতে আমি আমার সকল কৌশল ব্যবহার করবো’।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব