জাপানের ফুকুশিমা অঞ্চলে ২০১১ সালে পরমাণু বিপর্যয়ের ঘটনায় বিচার শুরু হয়েছে। ভয়াবহ সুনামির আঘাতে ফুকুশিমার পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটে এবং আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
ফুকুশিমা বিপর্যয়ের ঘটনায় সংশ্লিষ্ট পাওয়ার কোম্পানির সাবেক তিন নির্বাহীকে বিচারের আওতায় আনা হয়েছে। পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সুনেহিসা কাতসুমাতা, ইচিরো টাকেকুরো, সাকায়ে মোতো নিজেদের নির্দোষ দাবি করেছেন।
২০১১ সালের মার্চ মাসে হওয়া ওই সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত ও নিখোঁজ হন। সুনামির পর পরমাণুর তেজস্কিস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় ফুকুশিমার বিশাল একটি অংশ বসবাসের অযোগ্য হয়ে যায়।
১৯৮৬ সালে রাশিয়ার চেরনোবিল পরমাণু বিস্ফোরণের পর ফুকুশিমা বিপর্যয়কেই সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা বলে মনে করা হয়।সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৩০ জুন, ২০১৭/ফারজানা