ভারত জুড়ে স্বচ্ছ ভারতের প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরে ঘরে শৌচালয় নির্মাণের আবেদন জানাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে মূত্রত্যাগ করার প্রতিবাদ করায় গণপিটুনির শিকার হলেন এক ব্যক্তি। ভারতের উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর ৪৯–এ এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিগৃহীত ব্যক্তি ৩২ বছর বয়সী গৌরব বাসোয়া। তিনি পেশায় আইনজীবী। বৃহস্পতিবার সন্ধায় এক ব্যক্তিকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখে আপত্তি জানান তিনি। এরপর বচসা শুরু হলে একদল মদ্যপ ঘিরে ধরে তাকে। বিপদ বুঝে তর্ক বাড়াননি তিনি। বাড়ির পথে হাঁটা দেন। তবে নিষ্কৃতী মেলেনি। গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে দুষ্কৃতীরা। বাড়ির দরজা থেকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এ সময় বাড়ির বাইরের দিকের বারান্দাতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
থানায় অভিযোগ দায়ের করেছেন গৌরব বাসোয়ার বাবা কুশল পাল সিং। নয়ডার পুলিস সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, "সেক্টর ৪৯ থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি আমরা।"
সেক্টর ৪৯ থানার ভারপ্রাপ্ত আধিকারিক গীরেন্দ্রপাল সিং বলেছেন, "সিসিটিভি ফুটেজে গণপিটুনির দৃশ্য চোখে পড়েছে। তবে আরও তথ্য খুঁজছি আমরা।"
এর আগে গত ২৯ মে দিল্লির মুখার্জি নগরে এর চেয়েও ভয়ানক ঘটনা চোখে পড়েছিল। প্রকাশ্যে প্রস্রাব করতে বাধা দেওয়ায় সেবার এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১