সীমান্ত পেরিয়ে সিকিমে ঢুকে ভারতীয় সেনার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে চীনা সেনা। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। এরপর ভারত-ভুটান-চীনের মধ্যেকার বিতর্কিত ডোকলাম অংশেও সড়ক নির্মাণ শুরু করেছে চীনা সেনা। যা নিয়ে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছে ভুটান। এরপরেও কোনো নড়চড় নেই চীনের।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাতাঙ্গ লা অঞ্চলটি নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করেছে চীন। শুক্রবার নিজেদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ম্যাপটি যোগ করেছে চীন। এছাড়া ভারতীয় সেনার একটি পুরনো বাঙ্কার বুলডোজার দিয়ে টেনে নিয়ে গেছে।
ভারতের অভিযোগ ভুটানের সীমান্ত এলাকা ডোকলাম থেকে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় সেনার ওই বাঙ্কার। জুন মাসের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/০১ জুন ২০১৭/আরাফাত