মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ২৮ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে আরকানসাসের ‘লিটল রক’ নাইট ক্লাবে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধতের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তবে বন্দুকধারী পলাতক রয়েছেন।
আরকানসাস পুলিশ জানায়, ‘লিটল রক’ নাইট ক্লাবের ‘পাওয়ার আলট্রা লাউঞ্জ’-এ একটি কনসার্ট চলছিল। ভোরের দিকে সেই কনসার্ট যখন শেষ হয়ে আসছে, তখনই লাউঞ্জের এক কোণে কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজিত হয়ে এক জন গুলি চালাতে শুরু করেন। নাইট ক্লাবের লাউঞ্জের মধ্যে থাকা মানুষ প্রাণ বাঁচাতে হুড়াহুড়ি করে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই সময়েই গুলিতে আহত হয়েছেন এক কিশোরসহ অন্তত ১৭ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। বন্দুকধারী পালিয়ে গেছে।
আরকানসাস পুলিশের টুইট বার্তায় বলা হয়েছে, এটা কোনও জঙ্গি কার্যকলাপ নয়। কোনো পেশাদার বন্দুকধারীর হামলার ঘটনাও নয়। কনসার্টে বচসার জেরেই ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন।
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৭/এনায়েত করিম