ভারতের জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা’র দুই জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে লস্করের কমান্ড্যার বশির লস্করি। সেনা-জঙ্গি’র সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে দুই সাধারণ মানুষও।
ভারতের অনন্তনাগ জেলার দালাইগাম এলাকার ব্রেন্থি-বাটপোরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে আজপুরো গ্রাম ঘিরে ফেলে সেনারা। যদিও সেনার উপস্থিতির খবর পেয়ে সাধারণ মানুষকে মানবঢাল করে জঙ্গিরাই প্রথমে সেনার লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় সেনাও। অবশেষে প্রায় আট ঘন্টা অভিযানের পর দুই জঙ্গির মৃত্যু হয়। লস্করি ছাড়া লস্করের অন্য জঙ্গি হল আজাদ আহমেদ মালিক। পরে যাদেরকে মানবঢাল করে জঙ্গিরা সেনাকে টক্কর দিচ্ছিল, সেই ১৭ জন সাধারণ নাগরিককে উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। সেনা অভিযানের সময় এলাকার সব স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ রাখা হয়েছিল বলে খবর। এমনকি মোবাইল পরিসেবাও বন্ধ রাখা হয়েছিল। যদিও সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের মাঝে পড়ে তাহিরা (৪৪) এবং সাদাব আহমেদ চোপান (২১) নামে দুই সাধারন নাগরিকের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয় আরও চার জন, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর গত ১৬ জুন কাশ্মীরের অনন্তনাগের আচাবলে এক স্টেশন হাউজ অফিসারসহ (এসএইএচও) ৬ পুলিশ সদস্যের ওপর হামলা ও তাদের মৃত্যুর ঘটনায় জড়িত ছিল এই লস্কর জঙ্গি বসির লস্করি। বেশ কিছুদিন ধরেই নিরাপত্তা বাহিনীর নজরে ছিল বসির। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লাখ রুপি।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস.পি.বেদ জানান ‘জঙ্গিদের সঙ্গে সেনার এনকাউন্টার শেষ। সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে’।
বিডি প্রতিদিন/এ মজুমদার