শনিবার ১ জুলাই ছিল হংকংয়ের ব্রিটিশদের কাছ থেকে মুক্তির ২০ বছর পূর্তি উৎসব। সেখানে হাজির হয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। কিন্তু উৎসবের আগে চীনের বিরোধিতা করে বিক্ষোভের আয়োজন করে একটি পক্ষ। পরে তাদের গ্রেফতার করে হংকং প্রশাসন। তবে শেষ পর্যন্ত আটককৃত বিক্ষোভকারীদের মুক্তি দিয়েছে পুলিশ।
অার বিক্ষোভের মুখেই পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্যারিসন পরিদর্শন করেছেন সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে বৃহস্পতিবার তিনদিনের ঐতিহাসিক সফরে প্রথমবারের মতো হংকং পৌঁছান শি জিনপিং। তার এ সফরকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভ আয়োজন করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা চীনের কাছ থেকে উপহার পাওয়া আইকনিক সোনালি ভাস্কর্য বাউহিনিয়া ফ্লাওয়ারে কালো পতাকা ঝুলিয়ে দেন। এ সময় ছাত্রনেতা জোশুয়া ওং এবং আইনপ্রণেতা নাথান লসহ অন্তত ২৬ জনকে পুলিশ আটক করে।
নাথান ল’র রাজনৈতিক দলের পক্ষ থেকে টুইটার বার্তায় জানানো হয়, আটককৃত সব আন্দোলনকারীকে মুক্তি দেয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। আর এখন জামিনে মুক্তি পেলেও আগামী সেপ্টেম্বরে তাদের পুনরায় হাজিরা দিতে হবে বলে জানিয়েছে হংকং পুলিশ।
এদিকে হংকংকে ফিরিয়ে দেয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মুক্তিবাহিনীর গ্যারিসন পরিদর্শন করেন জিনপিং। সফরের দ্বিতীয় দিনে তিনি এস্ক কং ব্যারাক পরিদর্শনে যান এবং সেনাদের সম্ভাষণ জানান। এ সময় গণতন্ত্রকামীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ১ জুলাই, ২০১৭/ ই জাহান