ইংলিশ চ্যানেলে একটি তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ডোভার প্রণালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই জাহাজে ৪৯ জন নাবিক ছিলেন। যারা ভারত ও চীনের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির একজন মুখপাত্র জানান, উভয় জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনও অগ্নিকাণ্ড বা জাহাজে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি।
জাহাজ দু’টি একটি ৩৮ হাজার টন পেট্রোল বহন করছিল। ৬০০ ফুটের ওই তেল বহনকারী জাহাজটি গুয়াতেমালা যাচ্ছিল। অপরটি নেদারল্যান্ড থেকে নাইজেরিয়া যাচ্ছিল। রাতের অন্ধকারে সমুদ্রে মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে জাহাজ দু’টি।
অন্যদিকে ব্রিটিশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংঘর্ষে দুই জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। দুই জাহাজে থাকা ৪৯ জন নাবিকের সবাই অক্ষত রয়েছেন। এই নাবিকদের সকলেই ভারত এবং চীনের নাগরিক।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
বিডি প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ ই জাহান