লাতিন আমেরিকার বাণিজ্য জোট প্যাসিফিক অ্যালায়েন্সের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গতকাল দেশ দুটি এ ঘোষণা দেয়।
এছাড়া কম্বোডিয়া, চিলি, মেক্সিকো ও পেরুকে নিয়ে গঠিত বাণিজ্য জোটটি শুক্রবার সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা এ ৪ দেশকে তাদের সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্যাসিফিক অ্যালায়েন্সের বাণিজ্যপ্রবাহ ও বিনিয়োগ সম্প্রসারণের প্রথম পদক্ষেপ এটি। এছাড়া বাণিজ্য-বাধা দূর করার পাশাপাশি এ জোট আর্থিক বাজার ও মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে অন্যান্য অঞ্চল একীভূত করার অঙ্গীকার করেছে।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলে এক বিবৃতিতে জানান, প্যাসিফিক অ্যালায়েন্স দ্রুত বর্ধনশীল একটি জোট। এতে সমমনা অর্থনীতির দেশগুলো বাণিজ্যের উদারীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ২২ কোটি ১০ লাখের বেশি গ্রাহক রয়েছে। এছাড়া দেশগুলোর যৌথ জিডিপি ৩ দশমিক ৮৫ ট্রিলিয়ন, যা বিশ্বের ছয় বৃহত্তম অর্থনীতির সমতুল্য।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী স্টিভ সিওবো বলেন, একটি ফলপ্রসূ মুক্ত বাণিজ্য চুক্তি অস্ট্রেলিয়ার গরুর মাংস, দুগ্ধ ও খনির মতো পণ্য রফতানিতে উচ্চমূল্যের শুল্ক প্রত্যাহারে সহায়তা করবে। বিশেষ করে এ মুক্ত বাণিজ্য চুক্তি অস্ট্রেলিয়ার রফতানিকারকদের জন্য মেক্সিকোর দরজা খুলে দেবে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ ই জাহান