জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর হয়ে সিরিয়ায় লড়াই করতে গিয়ে গত চার মাসে পাঁচ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে রবিবার টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
নিহত ওই পাঁচ ব্যক্তি ভারতের কেরালা রাজ্যের মালাবার অঞ্চলের বাসিন্দা ছিলেন। এর আগেও ভারতের মালাবার অঞ্চলের পাঁচ ব্যক্তি আইএসের হয়ে লড়াই করতে গিয়ে মারা যান।
বিডি প্রতিদিন/২ জুলাই, ২০১৭/ফারজানা