ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে গেছেন কুয়েতের আমির শেখ সাবা আল-আহমেদ আল জাবের আল শাবাহ। ভারতে ছয়দিন অবস্থানের পর শুক্রবার দেশে ফিরেন তিনি।
১৫ দিন আগেই কুয়েতের এই আমিরের আসার কথা জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সুলতানের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা করা হয়।
যদিও ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা স্পষ্ট নয়। কুয়েতের আমিরের শারীরিক অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।
তবে সবকিছু ছাপিয়ে সুলতানের সঙ্গে আসা তার স্ত্রীরবহর এখন আলোচনায়। কুয়েতের আমিরের সঙ্গে ভারতে এসেছিলেন তার আট স্ত্রী এবং পরিবারের ২৮ সদস্য। তারা প্রত্যেকেই গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল রিসোর্টে ওঠেন। সেখান থেকে হাসপাতালের দূরত্ব ৯ কিলোমিটার, যা অতিক্রম করতে হেলিকপ্টার ব্যবহার করছেন সুলতানের পরিবারের সদস্যরা।
ব্যক্তিগত বিমানে নয়াদিল্লিতে পৌঁছানোর পর হেলিকপ্টারে গ্রেটার নয়ডা আসেন শেখ সাবা আল-আহমেদ আল জাবের আল শাবাহ ও তার পরিবারের সদস্যরা।