যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের শিক্ষক ও শিক্ষার্থীরা এখন থেকে কলেজ ক্যাম্পাসে বন্দুক নিয়ে যেতে পারবেন। নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা তাদের সঙ্গে বন্দুক বহন করতে পারবেন। গতকাল শনিবার থেকে কানসাস অঙ্গরাজ্যের শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুমতি পেয়েছেন। মূলত সাম্প্রতিক সময়ে সম্ভাব্য বন্দুকধারীদের হামলার আশঙ্কায় এই আইনটি কলেজ ক্যাম্পাসে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন আইন প্রণেতারা। খবর এএফপির।
সংবাদ মাধ্যম এএফপির-এর প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন সব সরকারি ভবনে গোপনে অস্ত্র বহনের অনুমতি ছিল নাগরিকদের। কানসাসে গোপন অস্ত্র বহন-সংক্রান্ত আইনের আওতায় এই অস্ত্র বহন করত তারা। চার বছর আগেই এ সংক্রান্ত আইন পাস হয়। তবে কলেজগুলোর জন্য এই আইন চলতি বছরের জুলাই থেকে কার্যকর করার কথা হয়। সেই হিসেবে গতকাল ১ জুলাই থেকে কলেজে এ আইন এই কার্যকর হতে শুরু হয়েছে।
২০১৩ সালে পাস হওয়া আইনটির প্রতি সব সময় সমর্থন দিয়ে আসছেন কানসাসের রিপাবলিকান দলের গভর্নর স্যাম ব্রোনব্যাক বলেন, "এখন বন্দুক বহনের মাধ্যমে আমরা আমাদের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত করতে পারব। নিজেদের নিরাপত্তা জোরদারেও সক্ষম হব।"
তবে এই আইনের পক্ষে নন অনেক শিক্ষকই। কেউ কেউ আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগে একই রকম আইন জারি করে আরকানসাস, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্য। তবে ক্যালিফোর্নিয়া এবং সাউথ ক্যারোলাইনাসহ ১৬টি অঙ্গরাজ্যে এখনো এই আইন পাস হয়নি।
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-৮