মসুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) খিলাফতের পতন ঘোষণার পর এবার অবশিষ্ট ছোট ছোট মহল্লাগুলোও দখল করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। এসব মহল্লায় আস্তানা গেড়ে জঙ্গিরা সেনাবাহিনীর আক্রমণ প্রতিহতের শেষ চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে মসুল উদ্ধার অভিযানের কমান্ডার লে. জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ জানান, পুরনো মসুলের আন-নুরি মসজিদের নিকটবর্তী বাব আল-হাদিদ এলাকা এবং ওয়েন্সডে মার্কেটের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের ফেডারেল পুলিশ বাহিনী। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পশ্চিম মসুলের বিখ্যাত আয়রন ব্রিজও পুনরুদ্ধার করেছে। তিনি আরো জানান, ফেডারেল পুলিশ বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ইউনিটগুলো আশ-শিফা এলাকা, ইবনে সিনা হাসপাতাল এবং এর ব্লাড ব্যাংক ও রেডিওথেরাপি ওয়ার্ড আইএস জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
এদিকে, আইএস জঙ্গিরা পালানোর সময় প্রায় এক হাজার মানুষকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানায়, আইএস জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে প্রায় ৯০০ বেসামরিক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে। সরকারি বাহিনীর অগ্রাভিযানের মুখে এসব হতভাগ্য মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২ জুলাই, ২০১৭/ওয়াসিফ