ভেনিজুয়েলার বারকুইসিমেতো নগরীতে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।
গতকাল শনিবার তিনি আরো জানান, তিন মাসে সরকার বিরোধী বিক্ষোভে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। তবে শুক্রবার রাতের সর্বশেষ রক্তক্ষয়ী এই ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর এএফপি।
এ ব্যাপারে ভেনিজুয়েলার পার্লামেন্টের অন্তত একজন বিরোধী দলীয় সদস্য জানিয়েছেন, নিহতদের বয়স ২০ বছর থেকে ৪৯ বছরের মধ্যে। তাদেরকে গুলি করে হত্যা হয়েছে।
সূত্র: বাসস
বিডি-প্রতিদিন/২ জুলাই, ২০১৭/ওয়াসিফ