যে দেশে একসময় দাপিয়ে বেড়িয়েছে তালিবান, সেই আফগানিস্তানেই কচুকাটা হচ্ছে তালিবান। ধরে ধরে তাদের মাথা কাটছে ইসলামিক স্টেট জঙ্গিরা। দুই জঙ্গি সংগঠনের পারস্পরিক লড়াইয়ের অন্যতম কেন্দ্র আফগান ভূমি।
চীনা সংবাদ মাধ্যম জিনহুয়া জানিয়েছে, অন্তত ১০ তালিবানের গলাকেটে উল্লাস প্রকাশ করেছে আইএস জঙ্গিরা। যদিও এই বিষয়ে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকা নীরব।
সম্প্রতি আল-কায়দা জঙ্গি সংগঠনের প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের গোপন ঘাঁটি তোরা বোরা গুহা দখল করে নিয়েছিল ইসলামিক স্টেট। পরে পাল্টা সেনা অভিযানে সেখান থেকে সরে গেছে তারা।
জিনহুয়া আরো জানিয়েছে, জোযান প্রদেশের দারজাব জেলার আকবালাক গ্রাম দখল করেছে আইএস। সেই গ্রাম থেকেই ১০ তালিবানকে বন্দি করা হয়। এরপর প্রত্যেকের মাথা কেটে নেয় আইএস জঙ্গিরা। দারজাব জেলার দখল নিয়ে গত কয়েক সপ্তাহ থেকে তালিবান বনাম আইএস লড়াই চলছে। উত্তর-পশ্চিম আফগানিস্তানের জোযান প্রদেশ। প্রতিবেশী রাষ্ট্র তুর্কমেনিস্তান লাগোয়া।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৭/আরাফাত