রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিদেশী গুপ্তচরবৃত্তি ঠেকাতে মান্দারিন ও ইংলিশ ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে চীন। এর মাধ্যমে দেশটির নাগরিকরা ‘সমাজতান্ত্রিক ব্যবস্থা নিপাত যাক’ এর মতো জাতীয় নিরাপত্তা হুমকির মতো বিষয়গুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে। রবিবার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় www.12339.gov.cn নামের ওয়েবসাইটটি চালু করে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চীনা নাগরিক বা বিদেশির সরকারি কিংবা সামরিক কর্মকর্তাকে ঘুষ প্রদান, দাঙ্গা বাঁধানোর উস্কানি অথবা জাতিগত বিভেদ সৃষ্টি বা ঘৃণা ছড়ানোর মতো কিছু লিখলে বা প্রচারণা চালালে এই ওয়েবসাইটে তা অবহিত করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম