দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই দুর্নীতি মামলায় আদালতের দেওয়া ২৪ বছরের কারাদণ্ডাদেশে বিরুদ্ধে আপিল করতে অস্বীকৃতি জানিয়েছেন।
পাক কুন হের পক্ষে উচ্চ আদালতে আপিল করেছিলেন তার বোন। কিন্তু পার্ক গিউন-হাই সেই আপিলটি বাতিলেরও আবেদন জানিয়েছেন সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালতে।
তিনি মনে করেন, বিরোধীরা একজোট হয়ে ষড়যন্ত্র করে তাকে ফাঁসাচ্ছে। তিনি রাজনীতির শিকার।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পার্ক গিউন-হাই'র ছোট বোন গত সপ্তাহে তার কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে আদালতের কছে আবেদন করেন। কিন্তু নিজের বোনের করা সেই আবেদন যাতে বাতিল করা হয় সে জন্য গতকাল ডিস্ট্রিক্ট আদালতে আবেদন জমা দেন তিনি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান