বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার পরিত্যাক্ত শিবিরে অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। সংগঠনের প্রধান তথা উলফার সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়া আটক করা সম্ভব হয়নি। অভিযানে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নাগা জঙ্গি সংগঠন এনএসসিএনের সদর দফতর মায়ানমারের টাগা গ্রাম। শুক্রবার সেখানে অভিযানের পর সেই গ্রাম সংলগ্ন আলফার ঘাঁটিতে চালানো হয়েছে অভিযান। এদিকে আলফা ঘাঁটিতে মায়ানমার সরকারের অভিযানের পরেই ভারতের নাগাল্যান্ড, মনিপুর, আসামসহ উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলিতে জারি হয়েছে সতর্কতা।
উলফা (স্বাধীনতা) সংগঠনটি উত্তর পূর্বাঞ্চল ভারতের সব থেকে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। সম্প্রতি আসামে কয়েকটি নাশকতা ঘটিয়ে তীব্র ভারত সরকার বিরোধী হুঙ্কার দিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা