১৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:১০

বিক্ষোভে উত্তাল আসাম, জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর অনিশ্চিত

অনলাইন ডেস্ক

বিক্ষোভে উত্তাল আসাম, জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর অনিশ্চিত

ফাইল ছবি

ভারতের বিজেপি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আসামসহ উত্তর-পূর্বাঞ্চল। এই অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর ভারত সফর। কারণ আসামের গৌহাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবে শিনজোর একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আসামের বর্তমান পরিস্থিতি এখন জাপানী প্রধানমন্ত্রী তার সফর বাতিলের চিন্তা করছেন।

সংবাদমাধ্যম জানায়, ১৫ ডিসেম্বর (রবিবার) থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী আবের। গত সপ্তাহেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার ঘোষণা দেন, ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবের বৈঠকের কর্মসূচিও রয়েছে। সূত্র বলছিল, সেই বৈঠকের প্রস্তুতি চলছিল আসামের গৌহাটিতে।

কিন্তু বিতর্কিত সিএবি পাসের পর আসামজুড়ে বিক্ষোভ-সংঘাত শুরু হলে জাপানের জিজি প্রেস জানায়, আবে তার সফর বাতিলের চিন্তা-ভাবনা করছেন।

তবে জাপানী প্রধানমন্ত্রীর সফর ঘিরে টোকিওর সংবাদমাধ্যমের সংবাদ সম্পর্কে  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো আপডেট নেই।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর