২৭ জানুয়ারি, ২০২০ ০৮:৫৮

করোনা আতঙ্ক: তথ্য গোপনের অপরাধে ব্যবসায়ী কারাগারে!

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্ক: তথ্য গোপনের অপরাধে ব্যবসায়ী কারাগারে!

ফাইল ছবি

চীনসহ বেশ কয়েকটি দেশে ভয়ঙ্কর প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে বিশ্বব্যাপী। চীনের উহান শহরে প্রথম লক্ষ্মণ দেখা যাওয়ার পর এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৫৬ জন মারা গেছে এবং প্রায় দু’হাজার মানুষ সংক্রমিত হয়েছে। এদিকে, জ্বরে আক্রান্ত হয়ে তথ্য লুকানোর অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাইওয়ানের এক ব্যবসায়ী চীনের হুয়ান প্রদেশে গিয়েছিলেন ব্যবসার কাজে। শেখানে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে করোনা ভাইরাস নিয়ে তাইওয়ানে ফেরেন। তাইওয়ানে ফিরে তিনি ভ্রমণের সময় জ্বরে ভোগার ঘটনা গোপন করেছিলেন। পরে অসুস্থ্য হলে ডাক্তারী পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে।

গত ২০ জানুয়ারি তিনি হুয়ান প্রদেশ থেকে তাইওয়ান ফেরেন। কিন্তু হুয়ানে তিনি জ্বরে ভোগার পর ওষুধ খেয়ে কিছুটা সুস্থ ছিলেন। পরে নিরাপদে বিমানবন্দর অতিক্রম করেন। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে হুয়ান প্রদেশে গিয়ে জ্বরে ভোগার তথ্য গোপন করেছিলেন। এজন্য তাইওয়ানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ অপরাধের জন্য তাকে তিন বছরের কারাদণ্ড হতে পারে এবং ৫ লাখ তাইওয়ান ডলার জরিমানার মুখে পড়তে পারেন।

সূত্র: ডেইলি স্টার।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর