২৭ জানুয়ারি, ২০২০ ১০:৪১

বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিলের জনজীবন, নিহত বেড়ে ৪৬

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিলের জনজীবন, নিহত বেড়ে ৪৬

ফাইল ছবি

প্রবল ঝড় বৃষ্টিতে নাস্তানাবুদ অবস্থা ব্রাজিলের জনগণের। গত ৪৮ ঘণ্টার প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের জনজীবন। গত ৪৮ ঘণ্টা ধরে চলা প্রবল ঝড়বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব ব্রাজিলে এখনও পর্যন্ত ৪৬ জনের নিহতের খবর জানা গেছে। নিখোঁজ হয়েছেন আরও ২৫ জন। কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও।

এই বিষয়ে, উত্তর-পূর্ব ব্রাজিলের মিনাস জেরিইস প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে এখনও পর্যন্ত গোটা ব্রাজিলে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে বহু মানুষ। সুরক্ষার স্বার্থে প্রায় ২৫ হাজার মানুষকে পাঠানো হয়েছে অন্যত্র। গত দু'দিনের এই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। কিছু কিছু জায়গা ভূমিধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি।

জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তর-পূর্ব ব্রাজিলের বেশিরভাগ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কিছু জায়গায় পানি জমে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ের ফলে ভেঙে পড়েছে প্রচুর গাছ। এর ফলে বন্ধ হয়েছে উত্তর-পূর্ব ব্রাজিলের সমস্ত হাইওয়ে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি ব্রিজও। 

ব্রাজিলের একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১১০ বছরে এত বেশি ঝড়বৃষ্টি আগে কোনওদিন হয়নি এখানে। দেশটির আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তেমনটাই আশঙ্কা করছে তারা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্রাজিলের ওই অংশের বাসিন্দারা। সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে কাজ।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর