ভারতের তামিলনাড়ুতে সরকারি বাসের সাথে-কন্টেইনার লরির সংঘর্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ুর তিরুপুর জেলার আভানাশি সহরে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
বাসটি বেঙ্গালুরু থেকে থিরুভানাথাপুরাম যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল লরিটি। ভোর সাড়ে ৪টার সময় ওই দুর্ঘটনা ঘটে। সরকারি ওই বাসে ৪৮ জন যাত্রী ছিলেন।
হতাহতদের তিরুপুর সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা