ভারতের কোনও সেনা বা আইটিবিপি সদস্যকে চীন সীমান্তে আটক করা হয়নি। এমন খবর ভুল বলেই জানিয়েছিল ভারতীয় সেনা। রবিবার সকালেই একথা জানালেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র আমান আনন্দ। এদিন তিনি বলেন, সীমান্তে কোনও ভারতীয় সেনাকে আটক করা হয়নি। এই খবর সঠিক নয়। এমন খবর প্রকাশ্যে আতীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, সম্প্রতি ভারতীয় সেনা ও কয়েকজন আইটিবিপি সেনাকে আটক করেছিল চীন। পরে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়, অস্ত্রশস্ত্রও ফেরত দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে যে কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল তাদের।
তবে গত কয়েকদিন ধরে চীন সীমান্তে ভারত-চীন সেনার মধ্যে উত্তেজনার খবর বারবার শিরোনামে উঠে আসছে। ইতিমধ্যে কিছু স্যাটেলাইট ইমেজও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে ওই অঞ্চলে অন্তত ৮০টি তাঁবু বানিয়েছে চীনের সেনাবাহিনী। এমনকি তাদের হাতে বাংকার তৈরির মেশিনপত্র আছে বলেও জানা গেছে।
প্রথমে প্যাংগং তোসো লেক ও পরে গালোয়ান ভ্যালিতে চীনের সেনা পাঠানোর খবর প্রকাশ্যে আসে। শোনা যাচ্ছে, ওই গালোয়ান ভ্যালিতে আরও বেশি চীনা সৈন্যের আনাগোনা বাড়ছে। গত দু’সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০০ টা তাঁবু বসোনো হয়েছে। এরই মধ্যে শুক্রবার সবার অজান্তে লে-তে ঘুরেও এসেছেন সেনাপ্রধান এমএম নারাভানে।
সম্প্রতি এমন খবরও শোনা যায় যে, লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের পূর্ব তীরে একের পর এক চীনা নৌকা জমায়েত করছে। বাড়ানো হয়েছে নজরদারি। উল্লেখ্য এই লেকের পূর্ব প্রান্ত চীনের সীমান্ত হলেও, পশ্চিম প্রান্ত ভারতের অধীনে। সেখানেই রাস্তা তৈরি করেছে ভারত। তা নিয়েই আপত্তি চীনের। সূত্র : কলকাতা ২৪x৭।
বিডি-প্রতিদিন/শফিক