২৬ মে, ২০২০ ১২:৩৬

লাদাখ সীমান্তে উত্তেজনা অব্যাহত, শক্তি বাড়াচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

লাদাখ সীমান্তে উত্তেজনা অব্যাহত, শক্তি বাড়াচ্ছে ভারত

ভারত-চীন সীমান্তে উত্তেজনা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না ৷ ভারতীয় সেনা আটক হওয়ার খবর অস্বীকার করেছে সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র বের হয়নি বলেই জানা যাচ্ছে। 

গতকয়েক দিনে সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে দু'দেশই ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ইতিমধ্যেই আরও ৫০০০ সেনা মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) ৷ 

সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যেই পিএলএ সেনারা এসে পড়েছে সীমান্তের কাছে৷ যেখানে ভারতীয় সেনার ৮১ ও ১১৪ ব্রিগেড দায়িত্বে রয়েছে ৷ দৌলত বেগ ওল্ডি থেকে চীনা সেনাদের ঠেকিয়ে রাখাই এই ব্রিগেডের মূল দায়িত্ব ৷

গত কয়েক সপ্তাহে লাদাখ ও উত্তর সিকিমে একাধিকবার হাতাহাতি ও বিরোধে জড়িয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী। গত সপ্তাহেই চীন অভিযোগ তোলে, ভারতীয় সেনা জোর করে চীনের এলাকায় ঢুকে পড়ছে। 

অভিযোগ উঠে, এভাবে এক তরফা সিকিম ও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বদলে দেয়ার চেষ্টা করছে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় সেনা তাদের সব কাজকর্ম নিজস্ব এলাকার মধ্যে থেকেই করেছে। সীমান্ত মেনে চলার ক্ষেত্রে ভারত বরাবরই খুব দায়িত্বশীল। একইসঙ্গে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

সম্প্রতি প্রকাশিত একটি খবরে দেখা যায়, ভারত-চীন লাদাখ সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশের দল পেট্রোলিং চালানোর সময় তার থেকে সেনাদের আটক করেছিল ৷ এই খবর তৈরি হয় কারণ বেশ দু’সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় কার্যকলাপ বাড়িয়েছে চীন ৷ এরই জেরে দু'দেশের সেনাদের মধ্যে গণ্ডগোলও হয়েছে ৷ 

স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে, ওই জায়গায় ৮০টি তাঁবু গেড়েছে ফেলেছে চীনের সেনারা। ভারত ও চীন দু’পক্ষই এই বিষয়ে কথাবার্তা চালালেও কেউই সমাধান দিতে পারছে না। চীন যেভাবে এগিয়ে এসেছে, তাতে আপত্তি জানাচ্ছে ভারত। কিন্তু, চীনের পিছু হটার কোনও লক্ষণ নেই। গত দু’সপ্তাহ ধরে জারি রয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি। সূত্র: নিউজ এইট্রিন

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর