যুক্তরাষ্ট্রকে প্রথমবারে মতো সর্বাধুনিক প্রযুক্তির দু’টি আয়রন ডোম মিসাইল ডিফেন্স রাডার দিল ইসরায়েল। সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে ইসরায়েল।
গত ২০১৯ সালের আগস্টে পেন্টাগনের সঙ্গে করা চুক্তি অনুসারে সম্প্রতি এ দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে।
ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, আমরা আমাদের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন