তামাক নিবারণ আইন পাসের পর উত্তর কোরিয়ায় ধূমপানবিরোধী প্রচারণা জোরদার হয়েছে। নারী ধূমপানকারীর সংখ্যা শূন্য হলেও দেশটির মোট পুরুষের প্রায় অর্ধেকই ধূমপায়ী। তবে প্রকাশ্যে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন যেখানে অনবরত ধূমপান করেন সেখানে আদৌ এ আইন বাস্তবায়ন করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বিশ্বে ধূমপায়ীর দিক দিয়ে শীর্ষে অবস্থান করা দেশগুলোর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী, দেশের পুরুষদের মধ্যে ৪৩ দশমিক ৯ শতাংশই ধূমপায়ী। যেখানে নারী ধূমপায়ীর সংখ্যা শূন্য। জীবন বাঁচাতে ও আরো সভ্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে চলতি মাসে জনসমাগম হয় এমন স্থানে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি কোরে, তামাক নিবারণ আইন পাস করে উত্তর কোরিয়া।
নতুন আইন অনুযায়ী রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার, সিনেমাহল, স্বাস্থ্যকেন্দ্র ও গণপরিবহনে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল