দুই জনই পড়েছেন ধরা। আটক দু'জনের একজন ৩৭ বছর বয়সী পুরুষ ও অন্যজন ২৬ বছর বয়সী নারী। ৮ নভেম্বর বর্ডার কর্মকর্তারা তাদের আটকায়।
চেক প্রজাতন্ত্রের দুই নাগরিক যাচ্ছিলেন দুবাই। কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসার সময় সঙ্গে আনেন স্যুটকেস ভর্তি মুদ্রা। পার পেলেন না। স্যুটকেস দুটিতে ছিল ১২ লাখ পাউন্ড।
ইমিগ্রেশন কমপ্লায়েন্স অ্যান্ড দ্য কোর্টস দপ্তরের মন্ত্রী ক্রিস ফিলিপ এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য থেকে অঘোষিতভাবে অর্থ বের করে নিয়ে যাওয়া শক্ত হাতে দমন করা হয়। সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে এ লড়াই খুবই গুরুত্বপূর্ণ। গত অক্টোবরেও অর্থ পাচারের সময় এক নারী বিরাট অঙ্কের মুদ্রাসহ ধরা পড়েন। ১৯ লাখ পাউন্ড নিয়ে দুবাই যাচ্ছিলেন ওই নারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার