পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ১১ দলীয় জোট পিডিএম কদিন আগে যে সমাবেশ করে তাতে জনসাধারণের মনোযোগ কাড়েন দুই নেত্রী। বার্তা সংস্থা আইএনএস জানায়, পর্যবেক্ষকরা মনে করেন এরা দুজন দিন দিন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি বাউন্সার ব্যারেজ হয়ে উঠছেন।
ইমরান খান ছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার। এ খেলায় ব্যাটসম্যানকে পরাস্ত করার উদ্দেশ্যে যেসব পদ্ধতির বল নিক্ষেপ করা হয় তার একটি হলো বাউন্সার। এ রকম বল খেলতে গিয়ে আউট হতে হয়। তাই রাজনীতিক মরিয়ম নওয়াজ (৪৭) ও আসিফা ভুট্টো-জারদারিকে (২৭) ‘বাউন্সার’ বলা হচ্ছে। ‘বাউন্সার ব্যারেজ’ মানে মরিয়ম ও আসিফার রাজনৈতিক কার্যকলাপ ঝাঁকে ঝাঁকে নিক্ষিপ্ত বাউন্সারের সঙ্গে তুলনীয়।
মরিয়ম ও আসিফা দুজনই সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে। মরিয়মের বাবা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি নওয়াজ শরিফ। মরিয়ম এ দলের সহসভাপতি। আসিফার মা বেনজির ভুট্টো পাকিস্তান পিপিলস পার্টি (পিপিপি)-এর সভাপতি ছিলেন। আততায়ীর হাতে বেনজির প্রাণ হারান। পিপিপির বর্তমান প্রধান আসিফার ভাই বিলওয়াল ভুট্টো।
পিডিএম আয়োজিত সমাবেশগুলোয় বক্তৃতাকালে আসিফা বলেন, প্রধানমন্ত্রী ইমরান দেশ চালনায় ব্যর্থ। তার উচিত সসম্মানে বিদায় নেওয়া। তাকে মালপত্র গোছগাছ করে রাখার আহ্বান জানান আসিফা। মরিয়ম বলেন, মারাত্মক ভাইরাস ইমরানের হাতে দেশ। তাই দেশের জন্য ভয় লাগে। সরকার নামক বাসটিকে ইমরান আর জেনারেল জাভেদ বাজওয়া (সেনাপ্রধান) মিলে অবিরাম ঠেলছেন। হায়, তবু এ বাস চলছে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ