ইদানীং তার খামার থেকে দুধ কিনতে রোকজনের ভিড় বাড়ছে। কারণ, তার খামারে বিক্রি হয় গাধার দুধ। এই দুধের পুষ্টিগুণ এতই বেশি যে, করোনা থেকে সেরে উঠতে সহায়তা করতে পারে। এমন খবর শুনার পর থেকেই করোনা ভাইরাসে বাড়তি সুরক্ষা পেতে তার খামার থেকে দুধ কেনার ভিড় বেড়েছে।
ঘটনা আলবেনিয়ার রাজধানী তিরানার। সেখানে ছোট একটি খামারে ওই ভিড়। খামারটির মালিকের নাম এলটন কিকিয়া। সেখানে তার মাত্র চারটি গাধা রয়েছে। তার খামার থেকে দিনে মাত্র তিন লিটার দুধ সরবরাহ করতে পারেন। তবে দাম রাখেন চড়া।
কিকিয়া বলছিলেন, 'গাধার দুধ যে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সেরে উঠতে ভূমিকা রাখে, এমন কোনো প্রমাণ নেই। তবে এর পুষ্টিগুণ একরকম মানুষের দুধের মতোই। ফলে বাড়তি পুষ্টির আশায় মানুষ আমার খামারে ভিড়ছেন। দিন দিন এই দুধের চাহিদা বাড়ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ