যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইয়েমেনে অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রিন্স খালিদ বিন সালমান বলেন, আমরা মানবিক পরিস্থিতি দূরীকরণ এবং ইয়েমেন সংকট সমাধানের জন্য আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছি।
এর আগে বৃহস্পতিবার( ৪ ফেরবুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক ভাষণে ইয়েমেনে সৌদি আরবের অভিযানে সহযোগিতা বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতেই হবে। প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে অস্ত্র বিক্রিসহ ইয়েমেন যুদ্ধে আক্রমণাত্মক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সব সমর্থন বন্ধ ঘোষণা করছি। এ সময় ইয়েমেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র কূটনীতিক টিমোথি লেন্ডারিংয়ের নামও ঘোষণা করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল