জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও বলেছেন, তাইওয়ান প্রণালীতে চীনের প্রাধান্য প্রতি বছর বাড়ছে। চীন তার সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। জাপান এই এলাকার উন্নয়ন এবং পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ান এবং চীনের উচিত সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই গত ১৬ মার্চ এ খবর প্রকাশ করেছে।
কানাডার একটি থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত ভিডিও কনফারেন্সে ওই মন্তব্য করেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। কনফারেন্সে যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
বিডি প্রতিদিন/ফারজানা