শিরোনাম
২৩ এপ্রিল, ২০২১ ০৮:১৭

রাশিয়ার সঙ্গে উত্তেজনা, মস্কো ত্যাগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে উত্তেজনা, মস্কো ত্যাগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

জন সুলিভান

রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান ওয়াশিংটনে ফিরে গেছেন। রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ইউরি উশাকোভ মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে।

তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত যখন ইচ্ছা মস্কোয় ফিরতে পারবেন।

প্রায় তিন সপ্তাহ আগে আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ দ্বিপক্ষীয় সম্পর্কে সৃষ্ট উত্তেজনা নিয়ে শলাপরামর্শ করার জন্য মস্কোয় ফিরে আসেন। তিনি গত তিন সপ্তাহ ধরে রুশ পার্লামেন্টের উভয় কক্ষের কয়েকজন প্রতিনিধিসহ বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেছেন।

ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান গত মঙ্গলবার রাশিয়া ত্যাগ করেন। মস্কো ত্যাগ করার আগে তিনি বলেছিলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে সে সময় একথা বোঝা যায়নি যে, রাশিয়া পরোক্ষভাবে তাকে সাময়িকভাবে বহিষ্কার করছে।

গত ১৫ এপ্রিল মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক আকারে নিষেধাজ্ঞা আরোপ করার পর দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর