অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো বিশ্বের অন্যতম বৃহত্তম বেসরকারি দাতা সংস্থা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চের বিচ্ছেদ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের নথিতে গতকাল সোমবার বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চের বিচ্ছেদের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আদালত থেকে বলা হয়েছে, বিল গেটস এবং মেলিন্ডাকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে। বৈবাহিক সম্পদ ভাগ করা নিয়েও চুক্তি করেছেন তারা। তবে বিচ্ছেদ হয়ে গেলেও তারা একসঙ্গে জনগণের ভালোর জন্য কাজ চালিয়ে যেতে চান।
উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য শেষে চলতি বছরের ৩ মে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
বিডি প্রতিদিন / অন্তরা কবির