৩ আগস্ট, ২০২১ ২০:৩৩

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া

অনলাইন ডেস্ক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া

মিখাইল উলিয়ানভ (ইনসেটে)

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি করা সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কো দাবি করেছে, ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতার সই হয়েছিল তার বিকল্প কোনো কিছু বের করাও সম্ভব নয়।

এক সাক্ষাৎকারে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এমনটাই জানিয়েছেন। নিজ দেশের সংবাদপত্র ইজভেস্তিয়াকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও সুস্পষ্ট করে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে তার আসল রূপে পুনরুজ্জীবিত করার কোনো বিকল্প নেই।

মিখাইল উলিয়ানভ বলেন, সম্ভবত ইরানের নতুন প্রশাসন পরমাণু সমঝোতার বিষয়ে কিছু কিছু জায়গায় তাদের অবস্থানে পরিবর্তন আনতে পারে। রাশিয়ার এই শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেন, ইরানের দৃষ্টিভঙ্গিতে কী কী পরিবর্তন আসছে আমরা জানি না তবে এবং তাদের সরকার গঠনের ধরন কেমন হয় তা দেখতে হবে।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর