৪ আগস্ট, ২০২১ ১০:৫১

যুক্তরাষ্ট্রে রেলস্টশনে গোলাগুলির ঘটনায় পেন্টাগন লকডাউন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে রেলস্টশনে গোলাগুলির ঘটনায় পেন্টাগন লকডাউন

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পাতাল রেলওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন লকডাউন করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামরিক বাহিনীর সদর দফতরের পাশেই গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরেই ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগণের প্রধান প্রবেশ পথ।

পেন্টাগন ভবনের বাইরে গুলি চালানোর পর মঙ্গলবার একজন পুলিশ কর্মকর্তা মারা যান। পেন্টাগনের নিরাপত্তার তত্ত্বাবধানকারী পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি প্রথম দিকে রিপোর্ট প্রকাশের কয়েক ঘণ্টা পর আইন প্রয়োগকারী তিনটি সূত্র টুইট করে কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আরও জানা যায়, পাতাল রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি এলাকায় গোলাগুলি হয়। এসময় ওয়াশিংটনের আরলিংটনের কাছে পেন্টাগনের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 

এক টুইট বার্তায় পেন্টাগনের নিরাপত্তা বহিনীর প্রধান বলেন, 'ট্রানজিট সেন্টারের একটি ঘটনায় পেন্টাগন লকডাউন করা হয়েছে এবং সাধারণ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে।'

সূত্র: সিএনএন 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর