যুক্তরাষ্ট্রের ও দক্ষিণ কোরিয়াকে চরম নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন। তিনি যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে সিউল কর্তৃপক্ষকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছেন।
আজ মঙ্গলবার কিম ইয়ো জং-এর কঠোর নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে তিনি কঠিন হুঁশিয়ার দিয়ে বলেছেন, এর পরিণতি হিসেবে এ দুই মিত্রকে চরম নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, তার ভাই কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে ধারাবাহিক ব্যক্তিগত চিঠি আদান-প্রদানের ফলে কোরীয় উপদ্বীপ প্রশ্নে আকস্মিক বরফ গলার মধ্যেই সর্বশেষ কিম ইয়ো জংয়ের এমন মন্তব্য প্রকাশ পেল। তবে এখনো এ বিষয়ে মুখ খুলেনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/শফিক