২৭ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৬

চীনের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শন শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক

চীনের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শন শুরু মঙ্গলবার

চীনের অত্যাধুনিক ড্রোন

আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে চীনের ১৩তম ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন (এয়ারশো চায়না)। এতে বিশ্বের প্রায় ৪০টি দেশের ৭০০টি কোম্পানি অনলাইন ও অফলাইনে অংশ নেবে। 

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্ট শেষ হবে আগামী রবিবার।

এই ইভেন্ট সম্প্রতি চীনের অ্যারোস্পেস কোম্পানিগুলোর তৈরি ক্যারিয়ার রকেট, স্পেসক্রাফট ও অতি-উচ্চতায় চলতে পারে এমন সব আধুনিক প্রযুক্তির ড্রোন প্রদর্শন করা হবে।

ইভেন্টে চীনের সবচেয়ে আধুনিক ফাইটার জেট জে-২০ অংশ নেবে। উন্নত প্রযুক্তির অন্যান্য সামরিক শক্তির মধ্যে থাকবে জে-১৬ডি ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, ডব্লিউজেড-৭ হাই-অলটিচিউড ড্রোন ও ডব্লিউজেড-৮ হাই-অলটিচিউড ও হাই-স্পিড ড্রোন। 

চীনের উচ্চমাত্রার সামরিক শক্তি এই ইভেন্টের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। তারা এটি দেখাতে চায় যে, তাদের দেশে উন্নতমানের সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর